কারাগার পার্ট ২: প্রত্যাশা পূরণ হলো কি?

By স্টার মুভি রিভিউ
30 December 2022, 03:24 AM

'কারাগার পার্ট ১' যেখানে শেষ, সেখান থেকেই 'পার্ট ২'র শুরু। 'মিস্ট্রিম্যানের' জেলে আসার উদ্দেশ্য আমরা জানতে পারি এই পর্বে।

দ্বিতীয় পর্বের সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে অভিনয়। এ ক্ষেত্রে বিশেষ করে মীর নওফেল আশরাফি জিসানের কথা বলতেই হয়।

রহস্যের এই সিরিজ দ্বিতীয় পর্বে এসে প্রতিশোধের সিরিজে রূপ নেয়। এই জনরা বদল দর্শকরা কীভাবে গ্রহণ করবেন, তা তর্কসাপেক্ষ।

নেয়ামতউল্লাহ মাসুমের চিত্রনাট্যে সৈয়দ আহমেদ শাওকি পরিচালিত 'কারাগার' দেখা যাচ্ছে হইচই প্ল্যাটফর্মে।