দুর্নীতির আরেক নাম জাহাঙ্গীর

By স্টার ক্রাইম ফাইলস
30 March 2023, 12:49 PM
UPDATED 30 March 2023, 20:32 PM

নগর পিতার দায়িত্ব নিয়ে সরকারি বরাদ্দের প্রতিটি খাতে অর্থ লুটপাট, দুর্নীতি ও অনিয়মের অভিযোগের কারণে অল্পদিনে সবার নজরে চলে আসেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

৩ বছরের বেশি সময়কালে লুটপাটের অজস্র অভিযোগ তার বিরুদ্ধে। এর প্রেক্ষিতে তদন্তে নামে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য সরবরাহে গাজীপুর সিটি করপোরেশন শুরু করে অভ্যন্তরীণ তদন্ত। সেই তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে জাহাঙ্গীর আলম ও তার অনুসারীদের অনিয়মের অসংখ্য চিত্র। 

জাহাঙ্গীর আলমের দুর্নীতির আদ্যোপান্ত জানাব আজকের স্টার ক্রাইম ফাইলসে।