শূন্য থেকে শুরু, এখন কোটি টাকার খামারের মালিক উদ্যোক্তা রেশমা

By স্টার নিউজ প্লাস
10 June 2023, 15:24 PM

বগুড়ার শেরপুর উপজেলার সফল উদ্যোক্তা সুরাইয়া ফারহানা রেশমা। শূন্য থেকে শুরু করে এখন তার গোলাভরা ধান, গোয়ালভরা গরু, পুকুরভরা মাছ, উঠোনভরা হাঁস-মুরগি, কবুতর, মাঠ ভরা শাকসবজি-ফসল।

তবে জীবনের শুরুটা এতটা সহজ ছিল না। মাত্র ২ মাস বয়সে তার বাবা মারা যান। অভাব অনটনে একসময় ভালোমতো খেতেও পারতেন না তিনি। অর্থের অভাবে ছাড়তে হয় স্কুল। শুরু হয় তার সংগ্রামী জীবন।