পাঁচ তারকা হোটেলে ৭৬ লাখ টাকা বিল বাকি রেখে পালিয়ে যান অঙ্কুশ!

By স্টার নিউজবাইটস
24 June 2023, 16:11 PM
UPDATED 24 June 2023, 22:29 PM

একটি পাঁচ তারকা হোটেলে বিল না দিয়ে আপনি কতদিন থাকতে পারবেন? এক দিন, দুই দিন, তিন দিন? ভারতীয় নাগরিক অঙ্কুশ দত্ত কোনো বিল পরিশোধ না করেই ভারতের একটি পাঁচ তারকা হোটেলে থেকেছেন দুই বছর। আর রোসেট হাউস নামে এই বিলাসবহুল হোটেলে ৫৮ লাখ রূপি বিল বাকি রেখে পালিয়ে গেছেন তিনি, যার মূল্যমান বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬ লাখ টাকা।