নতুন প্রজন্ম কাদা ছোড়াছুড়ি কেয়ার করবে না

By ক্যান্ডিড স্টার 
14 July 2023, 04:28 AM

৯০ দশকে টিভি নাটকের মাধ্যমে তার উত্থান। এক সময় শীর্ষ নায়কদের একজন বনে যান তিনি। তারপর পথচলা শুরু করেন চলচ্চিত্রে। 'শ্রাবণ মেঘের দিন', 'দুই দুয়ারি', 'জিরো ডিগ্রি', 'জয়যাত্রা', 'লাল-সবুজ'সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। দীর্ঘ ৮ বছর বিরতির পর সম্প্রতি 'প্রহেলিকা' সিনেমার মাধ্যমে আবার অভিনয়ে ফিরেছেন। 

আমাদের আজকের ক্যান্ডিড স্টারে আছেন মাহফুজ আহমেদ।