খলিলের দোকানের গরুর মাংস নিয়ে ক্রেতাদের অভিযোগ, কী বলছেন খলিল?

By স্টার নিউজবাইটস
19 March 2024, 16:28 PM

কেজি প্রতি ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রি করে দেশজুড়ে আলোচনায় ঢাকার শাহজাহানপুরের খলিল গোস্ত বিতান। 

এবার কিছু সমালোচনা এবং অভিযোগও সইতে হচ্ছে দোকান মালিক খলিলুর রহমানকে। 

বেশ কয়েকজন ক্রেতা অভিযোগ করেন মাংসের তুলনায় চর্বির পরিমাণ বেশি দিচ্ছেন তিনি। এ নিয়ে ক্রেতাদের সাথে বাগবিতণ্ডাও হয়েছে খলিলের।

এই অভিযোগের সত্যতা কতটুকু?