ঝালকাঠিতে দুর্ঘটনা: যা দেখা গেল সিসিটিভি ফুটেজে

By স্টার মাল্টিমিডিয়া
17 April 2024, 13:45 PM
UPDATED 17 April 2024, 21:03 PM

ঝালকাঠির সদর উপজেলায় একটি ট্রাক তিনটি অটোরিকশা ও একটি প্রাইভেটকারকে চাপা দেওয়ার ঘটনার একটি সিসিটিভি ফুটেজ দ্য ডেইলি স্টারের কাছে এসেছে। কীভাবে ট্রাকটি 'নিয়ন্ত্রণ হারিয়ে' অটোরিকশা ও প্রাইভেটকারকে চাপা দেয়, তা দেখা গেছে ফুটেজে।

আজ বুধবার দুপুর ২টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি জেলার গাবখান সেতু টোল প্লাজার সামনে হওয়া এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে।