মোদিকে হটাতে কতটা প্রস্তুত রাহুল?

By স্টার স্পেশাল
19 April 2024, 09:46 AM
UPDATED 19 April 2024, 16:07 PM

ইউরোপের মোট জনসংখ্যার চেয়ে ভারতের ভোটার প্রায় ২২ কোটি বেশি। ভারতের মোট ভোটার ৯৬ কোটি ৯০ লাখ, নির্বাচন পরিচালনা করবে প্রায় দেড় কোটি কর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্য। সাত দফায় ভোটগ্রহণ শেষ হতে সময় লাগবে ৪৪ দিন। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কেন ভারতের নির্বাচনকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন।

আমাদের আজকের স্টার স্পেশালে জানাব ভারতের নির্বাচনের খুঁটিনাটি। সেইসঙ্গে জানাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপিকে হটাতে কতটা প্রস্তুত রাহুলের কংগ্রেস।