দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা বেনজীরের বিরুদ্ধেই দুর্নীতির যত অভিযোগ

By স্টার নিউজপ্লাস
29 May 2024, 16:17 PM

প্রায় ৩৫ বছরের কর্মজীবনে পাঁচ-পাঁচবার বাহিনীর সর্বোচ্চ পদক 'বাংলাদেশ পুলিশ মেডেল' পেয়েছেন তিনি। চাকরিতে শুদ্ধাচার চর্চার জন্য পেয়েছেন শুদ্ধাচার পুরস্কার। বিভিন্ন সময়ে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথাও বলতে শোনা গেছে তার মুখে। অথচ সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ এবার খবরের শিরোনাম হয়েছেন তার বিরুদ্ধে ওঠা নজিরবিহীন দুর্নীতির অভিযোগের কারণেই। সময়ের আলোচিত এই ঘটনার বিভিন্ন পর্যায় নিয়ে কথা বলব আজকের স্টার নিউজ প্লাস-এ।