ইশরাক কি আদৌ মেয়রের আসনে বসতে পারবেন?

By স্টার এক্সপ্লেইন্স
21 May 2025, 16:30 PM

আদালতের রায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হয়েছেন বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। মেয়র হিসেবে তিনি দায়িত্বও পালন করছেন। কিন্তু একই পথে আদালতের রায়ে মেয়র হতে গিয়ে হট্টগোল বেধেছে ইশরাক হোসেনের বেলায়।

ইশরাকের ক্ষেত্রে কেন আইনি জটিলতা তৈরি হলো? আর কবে নাগাদ মিলতে পারে এর সমাধান? ইশরাক কি আদৌ পারবেন মেয়রের আসনে বসতে? এসব প্রশ্নের জবাব খুঁজবো আজকের স্টার এক্সপ্লেইন্সে।