বাংলাদেশ-শ্রীলঙ্কা: মাঠের লড়াই, মাঠের বাইরের লড়াই

By ক্রীড়া প্রতিবেদক, আবুধাবি থেকে
12 September 2025, 15:49 PM
UPDATED 12 September 2025, 22:25 PM

এশিয়া কাপের 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আবুধাবিতে আগামীকাল শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে দল দুটি। এই লড়াইয়ে জিতলে সুপার ফোরে যাওয়ার পথে অনেকখানি এগিয়ে যাবে টাইগাররা।

গতকাল বৃহস্পতিবার একই ভেন্যুতে হংকংকে হারিয়ে টি-টোয়েন্টি সংস্করণের চলতি আসরে প্রত্যাশিত সূচনা পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে, শ্রীলঙ্কা এখনও রয়েছে মাঠে নামার অপেক্ষায়। তারা টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের আগের আসরে (২০২২ সালে) চ্যাম্পিয়ন হয়েছিল।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ মানেই বাড়তি রোমাঞ্চের আভাস। দুই দলের খেলোয়াড়দের আগ্রাসী মনোভাবের কারণে উত্তেজনাপূর্ণ মুহূর্তের পাশাপাশি বিতর্কের রসদও মিলেছে। এসব মিলে ভক্তদের মধ্যেও তাই এই দ্বৈরথ নিয়ে ঝাঁজটা একটু বেশি।