টুইটারে ‘ভুয়া’ অ্যাকাউন্ট চিরতরে বন্ধ: ইলন মাস্ক

By স্টার অনলাইন ডেস্ক
7 November 2022, 04:34 AM
UPDATED 7 November 2022, 10:50 AM

প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সঠিক নাম-পরিচয়হীন অ্যাকাউন্টগুলো কোনো সতর্কতা ছাড়াই স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার কথা বলেছেন প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক।

গতকাল রোববার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এক টুইটে মাস্ক বলেছেন—টুইটার আগে কোনো অ্যাকাউন্ট বন্ধ করতে চাইলে সতর্ক করতো। কিন্তু, প্রতিষ্ঠানটি এখন যেহেতু বিস্তৃত পরিসরে যাচাই-বাছাই করছে, তাই কাউকে কোনো সতর্ক বার্তা দেওয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে কাউকে 'ব্যতিক্রম' হিসেবে গণ্য করা হবে না।

তিনি আরও বলেন, টুইটার ব্লু'তে সাইন আপ করতে ব্যবহারকারীর সঠিক পরিচয় শর্ত হিসেবে থাকবে। কেউ নাম পরিবর্তন করলে তা চেকমার্কের জন্য সাময়িক ক্ষতি হতে পারে।

গত শনিবার টুইটার অ্যাপল অ্যাপ স্টোরে নিজেদের অ্যাপ আপডেটেট করেছে। সেখানে অ্যাকাউন্টে 'নীল চিহ্নে'র জন্য ব্যবহারকারীদের কাছ থেকে ৮ ডলার করে নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।