প্রায় ৩ ঘণ্টা পর গ্রামীণফোনের নেটওয়ার্ক ‘স্বাভাবিক’

By স্টার অনলাইন রিপোর্ট
23 February 2023, 08:35 AM
UPDATED 23 February 2023, 14:47 PM

বিপর্যয়ের প্রায় ৩ ঘণ্টা পর দেশের মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক স্বাভাবিক হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খাইরুল বাশার দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুপুর ১টা ৫০ মিনিটে গ্রামীণফোনের নেটওয়ার্ক স্বাভাবিক হয়েছে।'

তিনি বলেন, 'গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ এলাকায় রাস্তায় খননকাজ চলাকালীন অনিচ্ছাবশত ফাইবার অপটিক ক্যাবল কাটা যাওয়ার ফলে আমাদের কিছু সংখ্যক গ্রাহক সংযোগ সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তবে বর্তমানে পরিস্থিতি পুনরায় আমাদের নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সব সমস্যা সমাধান করা হয়েছে।'

নেটওয়ার্ক বিপর্যয়ের কারণ জানতে চেয়ে ইতোমধ্যে গ্রামীণফোনকে চিঠি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এর আগে আজ সকাল ১১টার পর এই বিপর্যয় দেখা যায় বলে জানান গ্রাহকরা।