মধুপুরের আনারসের চাহিদা কমছে, লোকসানে কৃষক

By স্টার নিউজবাইটস
31 July 2023, 09:07 AM

রসালো, সুমিষ্ট স্বাদ আর চমৎকার ঘ্রাণের জন্য বিখ্যাত টাঙ্গাইলের মধুপুরের আনারস।

দেশের মোট আনারসের সিংহভাগই উৎপাদিত হয় এখানে। কিন্তু ক্ষতিকর রাসায়নিক প্রয়োগের কারণে ক্রেতাদের মধ্যে আতঙ্ক তৈরি হওয়ায় মধুপুরের আনারসের চাহিদা কমছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক।