৪৪ বিসিএসে উত্তীর্ণ ১১ হাজার ৭৩২, ভাইভা মে মাসে

By স্টার অনলাইন রিপোর্ট
3 April 2024, 10:33 AM
UPDATED 3 April 2024, 16:58 PM

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় মোট ১১ হাজার ৭৩২ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

এর মধ্যে, সাধারণ ক্যাডার ৫ হাজার ৩২৬ জন এবং বাকিরা সাধারণ এবং কারিগরি বা পেশাগত ক্যাডারে আবেদন করেছিলেন।

আজ বুধবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে।

উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা মে মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে বলে পিএসসি জানিয়েছে।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি এবং জাতীয় দৈনিক পত্রিকা ও কমিশনে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

২০২২ সালের ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ২ লাখ ৭৬ হাজার ৭৬০ জন প্রার্থী অংশ নেন।

প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ জন পাস করেন।