৪৬তম বিসিএস প্রিলিতে উত্তীর্ণ ১০৬৩৮, লিখিত পরীক্ষা আগস্টে

By স্টার অনলাইন রিপোর্ট
9 May 2024, 11:09 AM
UPDATED 9 May 2024, 18:32 PM

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ফল প্রকাশ হয়।

ফলাফলে দেখা গেছে, মোট ১০ হাজার ৬৩৮ জন ৪৬তম বিসিএসের প্রিলিতে উত্তীর্ণ হয়েছেন।

গত ২৬ এপ্রিল ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার পূর্ণ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্য কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে http://bpsc.teletalk.com.bd পাওয়া যাবে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তীর্ণদের লিখিত পরীক্ষা আগস্টে অনুষ্ঠিত হতে পারে। তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা নিচে দেওয়া হলো।