‘প্রলয় গ্যাংয়ের’ ২ সদস্য ঢাবি থেকে বহিষ্কার

By নিজস্ব সংবাদদাতা, ঢাবি
28 March 2023, 11:10 AM
UPDATED 28 March 2023, 17:29 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাবমূর্তি ক্ষুণ্ণ, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাদের সাময়িক বহিষ্কারের অনুমোদন প্রদান করেন।

বহিষ্কৃতরা হলেন, কবি জসীম উদ্দীন হলের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. নাইমুর রহমান দুর্জয় এবং স্যার এ এফ রহমান হলের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মো. সাকিব ফেরদৌস। তারা দুজনই ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সম্প্রতি আলোচিত 'প্রলয় গ্যাংয়ের' সদস্য।

তাদের 'ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না' মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং আগামী ৭ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জোবায়ের ইবনে হুমায়ুনকে মারধরের ঘটনায় এই দুজনকে গ্রেপ্তার করেছিল শাহবাগ থানা পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জোবায়েরকে মারধরের ঘটনায় রোববার সন্ধ্যায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষার্থীকে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা করেন।