ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের

By নিজস্ব সংবাদদাতা, সাভার
8 July 2024, 10:31 AM

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুর ৩টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনের ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেট এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এরপর তারা বিভক্ত হয়ে মহাসড়কের প্রান্তিক গেট ও এমএইচ হল সংলগ্ন গেট অবরোধ করে বিক্ষোভ করে। এতে করে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা বলছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজও তারা আন্দোলন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

capture.jpg
ছবি: স্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ জিতু দ্য ডেইলি স্টারকে বলেন, দেশব্যাপী আন্দোলনের এক দফা দাবি আদায়ের অংশ হিসেবে আজও আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। মহাসড়ক অবরোধ করেছি। জরুরি প্রয়োজনে চলমান যানবাহনের জন্য মহাসড়কে ইমার্জেন্সি একটা লেন চালু রাখা হয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত আমরা মহাসড়কে অবস্থান নেব।

জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ ডেইলি স্টারকে বলেন, শিক্ষার্থীরা আজও মহাসড়ক অবরোধ করেছেন। তাদের সড়ক থেকে সরে যেতে বোঝানো হচ্ছে।