আনিসুর রহমানের ক্যামেরায় মধ্যরাতের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

By স্টার অনলাইন রিপোর্ট
14 July 2024, 19:40 PM
UPDATED 15 July 2024, 03:00 AM

অপমান করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে মিছিল করেছেন সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আর্মেনিয়ান চার্চ
ছবি: আনিসুর রহমান/স্টার

রোববার রাত ১১টার থেকে কয়েক শ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন।

faridpur.jpg
ছবি: আনিসুর রহমান/স্টার

মালদ্বীপ.jpeg
ছবি: আনিসুর রহমান/স্টার

বিক্ষোভে 'চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার'সহ নানা ধরনের স্লোগান দেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন।

Miami
শাহবাগে পুলিশ মোতায়েন। ছবি: আনিসুর রহমান/স্টার

মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাবি ক্যাম্পাসের ছবিগুলো তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী আনিসুর রহমান