ঢামেকের জরুরি বিভাগে আহত শিক্ষার্থীদের ভিড়

By স্টার অনলাইন রিপোর্ট
15 July 2024, 10:48 AM
UPDATED 15 July 2024, 17:09 PM

ছাত্রলীগের হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক এই তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতকালের বক্তব্য প্রত্যাহারের দাবিতে আজ সোমবার দুপুর ১টা থেকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন কোটা সংস্কার আন্দোলনকারীরা। বিকেল ৩টায় একই স্থানে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ছাত্রলীগ।

পরে বিকেল সাড়ে ৩টার দিকে ভিসি চত্বরের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এতে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হন। সেই সময় পেশাগত দায়িত্ব পালনকালে আহত হন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী প্রবীর দাশ ও প্রথম আলোক আলোকচিত্রী দীপু মালাকার।

দ্য আর্চিস
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আহত শিক্ষার্থীদের ভিড়। ছবি: মুনতাকিম সাদ/ স্টার

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে ডেইলি স্টার প্রতিবেদক জানান, বর্তমানে আহত অন্তত ৫০ জন শিক্ষার্থী জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। যারা সামান্য আঘাত পেয়েছেন, তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যাচ্ছেন। আর যাদের অবস্থা কিছুটা গুরুতর, তাদের জরুরি বিভাগ থেকে অন্য বিভাগে স্থানান্তর করা হচ্ছে। আহতরা ইটপাটকেল ও লাঠিসোটার আঘাতে আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেক নারী শিক্ষার্থী আছেন।

আহত শিক্ষার্থীদের বন্ধু-পরিচিতরা হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান করছেন বলেও জানান তিনি।