আইআইইউসি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
16 July 2024, 06:04 AM
UPDATED 16 July 2024, 12:35 PM

কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় অবরোধ করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে অবরোধ শুরু করেন তারা।

শিক্ষার্থীদের অবরোধের কারণে ইতোমধ্যেই রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০টায় রেললাইন অবরোধ করেন আইআইইউসি শিক্ষার্থীরা।

পূর্বাঞ্চল রেলওয়ের ট্রাফিক কর্মকর্তারা জানিয়েছেন, এতে করে দুটি যাত্রীবাহী ও দুটি মালবাহী ট্রেন লাইনে আটকা পড়েছে।