জবিতে অনির্দিষ্টকালের জন্য ‘শাটডাউন’ ঘোষণা

By নিজস্ব সংবাদদাতা, জবি
15 May 2025, 08:56 AM
UPDATED 15 May 2025, 17:43 PM

টানা দ্বিতীয় দিনের মতো কাকরাইল মোড় অবরোধ করে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, দাবি পূরণ না পাওয়া পর্যন্ত তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাবেন।

আজ বৃহস্পতিবার দুপুরে কাকরাইল মোড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. রইস উদ্দিন বলেন, 'হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আমাদের দাবিগুলো যৌক্তিক। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।'

শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণার কথা উল্লেখ করে বিকেল ৪টার দিকে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত জবি ক্যাম্পাস 'শাটডাউন' থাকবে।

গতকালের ঘটনাকে কেন্দ্র করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার প্রতি দুঃখ প্রকাশ করে তিনি বলেন, 'আমি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে তথ্য উপদেষ্টার কাছে দুঃখ প্রকাশ করেছি। তিনি আমার ছাত্রতুল্য। জুলাই আন্দোলনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই তাকে পুলিশের ব্যারিকেড ভেঙে উদ্ধার করেছিল। উপদেষ্টা হিসেবে তার উচিত ছিল শিক্ষার্থীদের ওপর হামলার জন্য দুঃখ প্রকাশ করা। কিন্তু তিনি তা করেননি। আসলে, আমরা কোনো উপদেষ্টার কাছ থেকে সেটা আশাও করি না, কারণ এটা আমাদের যৌক্তিক দাবি।'

তিনি আরও বলেন, 'দুই দিন ধরে আমাদের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। এ সরকার গঠিত হয়েছে জুলাই বিপ্লবীদের রক্তের ওপর। অথচ এখন তারাই সেই বিপ্লবীদের সঙ্গে বৈষম্য করছে। আমরা আন্দোলন করে তাদের উপদেষ্টা বানিয়েছিলাম, আজ তারা আমাদের সঙ্গে অন্যায় আচরণ করছেন।'

এদিকে জবি শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা' এলাকায় বাড়তি সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে বুধবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হন।