চবি ক্যাম্পাসে সংঘর্ষ: ১৪৪ ধারা জারি

By স্টার অনলাইন রিপোর্ট
31 August 2025, 09:55 AM
UPDATED 31 August 2025, 16:02 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ক্যাম্পাস-সংলগ্ন এলাকা ও উপজেলার একাংশে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

তবে, ১৪৪ ধারা জারির পরও ক্যাম্পাসে অস্থিরতা চলমান ছিল।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, সহিংসতা বন্ধে আজ রোববার দুপুরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, সংঘর্ষকবলিত এলাকা ও আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে, যাতে নতুন করে আর কোনো সংঘাত না হয়।

তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তুকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

শিক্ষার্থীদের অভিযোগ, সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা সংঘর্ষ চললেও দুপুর ৩টা পর্যন্ত পুলিশ বা সেনাবাহিনীর কেউ আসেনি।

বিকেল ৪টার দিকে চবি ক্যাম্পাস এলাকায় সেনা সদস্যদের উপস্থিতি দেখা যায়।