এখন আর প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

By নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর
4 October 2022, 10:32 AM

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, এখন আর প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই, তবে, যারা প্রশ্নফাঁসের চেষ্টা করবে বা গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ মঙ্গলবার চাঁদপুরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, 'সদ্য শেষ হওয়া এসএসসি পরীক্ষা নিয়ে আমরা ইতোমধ্যে একটি পর্যালোচনা সভা করেছি। সভায় এসএসসি পরীক্ষার কোথায় কোনো ত্রুটি-বিচ্যুতি হয়েছে কিনা এবং কীভাবে তা আমরা মোকাবিলা করেছি সে বিষয়গুলো আলোচনা করা হয়েছে।'

তিনি বলেন, 'আসন্ন এইচএসসি পরীক্ষায় ব্যত্যয় ঘটলে কিংবা কোনো অনিয়মে সম্পৃক্ত থাকলে শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সারাদেশে সঠিকভাবে এইচএসসি পরীক্ষাও যেন আমরা সম্পন্ন করতে পারি সে চেষ্টা অব্যাহত থাকবে। এক্ষেত্রে যদি কোনো ভুল থাকে তাও শুধরে নেওয়ার চেষ্টা করা হবে।'

আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সাংবাদিক, অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতা কামনা করেন দীপু মনি।