এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৩০ এপ্রিল

By স্টার অনলাইন রিপোর্ট
30 January 2023, 07:27 AM

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৩০ এপ্রিল।

শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রস্তাবে পরীক্ষা শুরুর এই তারিখ উল্লেখ করা হয়েছে।

আজ সোমবার কমিটির সভাপতি তপন কুমার সরকার এ বিষয়ে দ্য ডেইলি স্টারকে বলেন, 'এসএসসি পরীক্ষার রুটিনের একটি প্রস্তাব অনুমোদনের জন্য আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেখানে আমরা আগামী ৩০ এপ্রিল পরীক্ষা শুরুর তারিখ প্রস্তাব করেছি।'