এসএসসি ও সমমানের পরীক্ষা ৩০ এপ্রিল থেকে

By স্টার অনলাইন রিপোর্ট
20 February 2023, 08:14 AM
UPDATED 20 February 2023, 15:14 PM

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৩০ এপ্রিল থেকে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'এ বছর সব বিষয়ে পূর্ণ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে তা হবে সংশোধিত সিলেবাসে।'

আজ সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।