ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

By স্টার অনলাইন রিপোর্ট
2 March 2023, 09:28 AM

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় ও আশপাশের এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শাবু বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে তিনি বলেন, '২ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ এখন ঘটনাস্থলে আছে।'

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ঢাকা কলেজের স্নাতক পর্বের শিক্ষার্থী হুমায়ুন কবির আমজাদ দাবি করে বলেন, 'আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আমাদের কলেজের একটি বাস ভাঙচুর করার কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।'