এসএসসি পরীক্ষার্থীদের উত্তর বলে দেওয়ায় শিক্ষকের ২ বছরের জেল

By নিজস্ব সংবাদদাতা, সাভার
10 May 2023, 13:14 PM
UPDATED 10 May 2023, 19:22 PM

ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীদের বহু নির্বাচনী (নৈর্ব্যক্তিক) প্রশ্নের উত্তর বলে দেওয়ার অভিযোগে এক শিক্ষককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ বুধবার দুপুরে কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত এমদাদুল হক জালসা উচ্চবিদ্যালয়ের শিক্ষক। তিনি ওই কেন্দ্রে পরিদর্শকের দায়িত্বে ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

তিনি বলেন, 'ওই কেন্দ্রে ৮৬ জন পরীক্ষা দিচ্ছিল। নিয়মমতো তাদের প্রত্যেককে আলাদা প্রশ্নের সেট সরবরাহ করা হয়। কিন্তু অভিযুক্ত শিক্ষক এমদাদুল হক আইন লঙ্ঘন করে আইসিটি বিষয়ের ''ঘ'' সেটের নৈর্ব্যক্তিকের উত্তর পরীক্ষার্থীদের বলে দিচ্ছিলেন। কেন্দ্র পরিদর্শনে গিয়ে এর প্রমাণ পাওয়ায় তাকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।'

এ ছাড়াও, বিভিন্ন অনিয়মের অভিযোগে উপজেলার ভালুম আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ শিক্ষক ও কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ৮ শিক্ষককে কেন্দ্র প্রত্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।