১৪ লাখ এইচএসসি পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা দিতে প্রস্তুত: শিক্ষামন্ত্রী

By নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর
11 August 2023, 09:36 AM
UPDATED 11 August 2023, 15:59 PM

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, 'দেশের ১৪ লাখ পরীক্ষার্থী তাদের প্রস্তুতি শেষ করেছে শুধু নির্ধারিত সময়ে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য। তাই যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।'

পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনকারীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, 'যারা পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছেন, আপনারা সহপাঠীদের দিকে তাকিয়ে যথাসময়ে পরীক্ষায় অংশ নিন।'

আজ শুক্রবার দুপুরে চাঁদপুরের পুরানবাজার কলেজে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা চত্বর উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

আগামী ১৭ আগস্ট থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু সম্প্রতি শিক্ষার্থীদের একটি অংশ পরীক্ষা কিছুদিন পেছানোর দাবি জানায়।

পরে গত ৮ আগস্ট শিক্ষামন্ত্রী এক অনুষ্ঠানে জানান যে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই।