পাসের হার সর্বোচ্চ ৮০.৬৫ বরিশালে, সর্বনিম্ন যশোরে ৬৯.৮৮ শতাংশ

By স্টার অনলাইন রিপোর্ট
26 November 2023, 09:10 AM
UPDATED 26 November 2023, 17:14 PM

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ২০২৩ সালের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে সর্বোচ্চ পাসের হার বরিশাল ও সর্বনিম্ন যশোর শিক্ষাবোর্ডে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ, বরিশালে ৮০ দশমিক ৬৫ শতাংশ, চট্টগ্রামে ৭৪ দশমিক ৪৫ শতাংশ, কুমিল্লায় ৭৫ দশমিক ৩৯ শতাংশ, রাজশাহীতে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, দিনাজপুরে ৭৮ দশমিক ৪৮ শতাংশ, সিলেটে ৭১ দশমিক ৬২ শতাংশ, ময়মনসিংহ ৭০ দশমিক ৪৪ শতাংশ ও যশোরে ৬৯ দশমিক ৮৮ শতাংশ।

আর মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭৫ শতাংশ ও কারিগরি শিক্ষাবোর্ডে ৯১ দশমিক ২৫ শতাংশ।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।