সচিবালয়ে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

By স্টার অনলাইন রিপোর্ট
20 August 2024, 09:42 AM
UPDATED 20 August 2024, 15:55 PM

স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। 

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে কয়েকশ এইচএসসি পরীক্ষার্থী পুলিশি বাধা ডিঙিয়ে সচিবালয়ে ঢুকে পড়েন। পরে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সেখানে ঢাকা কলেজ, সরকারি কবি নজরুল ইসলাম কলেজসহ ঢাকার বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা রয়েছেন।

উল্লেখ্য, সচিবালয় রাষ্ট্রের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) একটি। প্রশাসনের প্রাণকেন্দ্র এটি। এখান থেকেই মূলত দেশ পরিচালিত হয়। তাই সচিবালয়ে ঢুকতে গেলে বিশেষ পাসের প্রয়োজন হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা সচিবালয়ের ৪ নম্বর (পূর্ব পাশ) গেইটে থাকা পুলিশের বাধা ডিঙিয়ে ভেতরে ঢুকে গেছেন। বর্তমানে তারা সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সামনে (৬ নম্বর ভবন) অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন।

শিক্ষার্থীদের দাবি, চলমান এইচএসসি পরীক্ষার বাকি সাবজেক্টগুলোর সরাসরি পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশ করতে হবে। 

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, শিক্ষার্থীরা মাইক বহনকারী রিকশা নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।