২০ এপ্রিল পর্যন্ত স্কুল-কলেজ খোলা, শুক্র-শনি সাপ্তাহিক ছুটি

By স্টার অনলাইন রিপোর্ট
4 April 2022, 11:53 AM
UPDATED 4 April 2022, 18:07 PM

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে। শুধুমাত্র রমজান মাসে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোজার মধ্যে ২৬ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। আর সাপ্তাহিক ছুটি ছিল শুধুমাত্র শুক্রবার। 

রমজানে স্কুল-কলেজ খোলা রাখার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় বলেছিল, মহামারিতে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষার্থীদের শিখন ঘাটতি পুষিয়ে নিতে রমজান মাসেও শ্রেণিকক্ষে পাঠদান চলবে।