৬ দিন পর খুলেছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর

By স্টার অনলাইন রিপোর্ট
23 June 2022, 06:28 AM
UPDATED 23 June 2022, 12:37 PM

বন্যার কারণে ৬ দিন বন্ধ থাকার পর খুলেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।

আজ বৃহস্পতিবার সকালে ফ্লাইট ওঠানামা শুরু হয়।

ওসমানী বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্স'র স্টেশন ম্যানেজার রাজীব রহমান দ্য ডেইলি স্টারকে জানান, আজ সকাল ৮টা ৫০ মিনিটে তাদের একটি ফ্লাইট ঢাকা থেকে সিলেটে অবতরণ করেছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ১৭ জুন রানওয়েতে বন্যার পানির কারণে সেখানে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। গত রোববার থেকে রানওয়ের পানি নামতে শুরু করে।

গত সোমবার প্রায় পানি পুরোপুরি নেমে যায় উল্লেখ করে সূত্র আরও জানায়, তবে অ্যাপ্রোচ এলাকায় লাইট পানিতে তলিয়ে থাকায় গতকাল বুধবারও উড়োজাহাজ পরিচালনা সম্ভব হয়নি।

গত ২০ জুন বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মাহবুব আলী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালন) এয়ার কমোডর সাদেকুর রহমান বিমানবন্দর পরিদর্শন করেন।

সে সময় তারা পরিস্থিতি স্বাভাবিক হলে যত দ্রুত সম্ভব উড়োজাহাজ চলাচল শুরুর কথা বলেন।