সিলেটে বানভাসি মানুষের পাশে ইলিয়াস কাঞ্চন

By স্টার অনলাইন রিপোর্ট
27 June 2022, 04:02 AM
UPDATED 27 June 2022, 10:56 AM

সিলেটের বানভাসি মানুষের কাছে গেলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

গতকাল রোববার বিকালে তিনি সিলেটের কয়েকটি এলাকায় বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ইলিয়াস কাঞ্চন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সম্প্রতি আমি এক ভিডিও বার্তায় সবার প্রতি আহবান জানিয়েছিলাম, যার যার অবস্থান থেকে নিসচার তহবিলে বানভাসি মানুষের জন্য অর্থ সহযোগিতা করতে। তাদের পাশে দাঁড়াতে। আমার এই ডাকে সাড়া দিয়ে অনেকে দেশ-বিদেশ থেকে অর্থ পাঠিয়েছেন।'

সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, 'বানভাসি মানুষের জন্য ত্রাণ বিতরণ করা হবে এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। সিলেটে আমরা নিজ নিজ খরচে এসেছি। ফান্ডের টাকা খরচ করিনি।'

আজ সোমবার ত্রাণ বিতরণ চলবে বলেও তিনি জানান।