স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পাপবাজার’

By স্টার অনলাইন রিপোর্ট
27 July 2022, 12:34 PM

সম্প্রতি মুক্তি পেয়েছে অনিক কান্তি সরকার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'পাপবাজার'। এ্যাক্টর'স ল্যাব নিবেদিত কাজী রাকীব প্রযোজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নোমান হোসেন ও অনিক কান্তি সরকার।

প্রযোজক কাজী রাকীব বলেন, 'বাংলা চলচ্চিত্র একটি সংকটময় সময় অতিক্রম করছে। অর্থলগ্নীকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে। সেখানে পাপবাজার নিয়ে একটি পরীক্ষামূলক কাজ করেছি। স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি এখন সবার। আমরা শতভাগ পেশাদারিত্ব নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আমাদের আগামী লক্ষ্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা।'

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আলভি মামুন, কাজী নওশাবা আহমেদ, কাজী রাকীব, কাজী আনিসুল হক বরুণ, নোমান হোসেন, আফরোজা হোসেন, তাহসিনা ফেরদৌস রিনিয়াসহ আরও অনেকে।