‘হাওয়া’র সঙ্গে জয়া

By স্টার অনলাইন রিপোর্ট
27 July 2022, 11:11 AM
UPDATED 27 July 2022, 17:20 PM

পরিচালক মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা 'হাওয়া' মুক্তি পেতে যাচ্ছে আগামী শুক্রবার। এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী জয়া আহসান।

'হাওয়া' সিনেমার সঙ্গে নিজের সংশ্লিষ্টতা জানাতে আগামীকাল বৃহস্পতিবার রাতে মাছরাঙা টেলিভিশনে সঞ্চালক হিসেবে হাজির হচ্ছেন জয়া আহসান। 'হাওয়া আড্ডা' নামে বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি।

এই আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর উপস্থাপক হিসেবে দেখা যাবে জয়া আহসানকে। 

এ আড্ডায় অংশ নিচ্ছেন সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমন, অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাজিফা তুষি, চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু, সংগীত পরিচালক ইমন চৌধুরী, আবহ সংগীত পরিচালক রাশিদ শরীফ শোয়েব, গায়ক আরফান মৃধা শিবলু। 

'হাওয়া আড্ডা' প্রসঙ্গে জয়া আহসান বলেন, 'উপস্থাপনা বা সঞ্চালনা নয়, যেহেতু আমি 'হাওয়া' চলচ্চিত্র টিমের সবাইকে ব্যক্তিগতভাবে চিনি জানি, সে জায়গা থেকে ক্যামেরার সামনে আড্ডা দিয়েছি। খুব ভালো একটি সময় কেটেছে।' 

'হাওয়া আড্ডা' প্রচারিত হবে আগামীকাল বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।