ঈদে মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান

By স্টার অনলাইন ডেস্ক
4 July 2022, 09:58 AM
UPDATED 4 July 2022, 16:29 PM

বেসকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবারের ঈদেও তার একক সংগীতানুষ্ঠানের মাধ্যমে দর্শকের মন মাতানোর জন্য তৈরি।

বর্ণিল মিউজিক ভিডিও, তার সঙ্গে চমৎকার নাচের মুদ্রায় তার এমন একক সংগীতানুষ্ঠান দর্শকের জন্য বিশেষ আনন্দের উপলক্ষ্য হয়ে আসছে অনেকদিন।

সম্প্রতি মাহফুজুর রহমান তার আসন্ন সংগীতানুষ্ঠানের জন্য মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন। তবে তিনি দেশের বাইরে থাকায় ভক্তদের এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি। এই শিল্পী সতর্কতার সঙ্গে প্রতিটি গানের ভিডিও আলাদা আলাদা করে দেখে সেগুলোর নাম চূড়ান্ত করবেন বলে জানা গেছে।

একক সংগীতানুষ্ঠানে এবার ১০টি গান পরিবেশন করবেন মাহফুজুর রহমান। ১০ জুলাই ঈদের দিন এটিএন বাংলায় এটি প্রচারিত হবে।

গত ঈদুল ফিতরেও এটিএন বাংলায় মাহফুজুর রহমানের হারিকেন হাতে সঙ্গীত পরিবেশনা চায়ের কাপে ঝড় তুলেছিল।