রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ঝুলন্ত লাশ

By স্টার অনলাইন রিপোর্ট
19 October 2016, 09:58 AM
UPDATED 19 October 2016, 16:01 PM

রাজধানীর আফতাবনগরে নিজ বাসা থেকে বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এক প্রভাষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

গত রাতে রাবেয়া কুলসুম পিংকিকে (২৬) তার ভাই ঝুলন্ত অবস্থায় পায়। সেখান থেকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা পিংকিকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ডেইলি স্টারকে জানান, রাত ২টার দিকে পিংকির অ্যাপার্টমেন্টে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন তার ভাই। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনাটি নিছক আত্মহত্যা কি না খতিয়ে দেখছে পুলিশ।

Click here to read the English version of this news