হুজি প্রধান মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকরে বাধা নেই

By স্টার অনলাইন রিপোর্ট

জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামির (হুজি) শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নানের মৃত্যুদণ্ডের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। এর ফলে তার দণ্ড কার্যকরে আর কোন আইনি বাধা থাকলো না।

২০০৪ সালে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনারের ওপর গ্রেনেড হামলার মামলায় এই শীর্ষ জঙ্গিকে সর্বোচ্চ সাজার রায় দেয় নিম্ন আদালত। হাইকোর্ট তার সাজা বহাল রাখে।

আজ প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ আবেদন নিষ্পত্তি করে মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখেন।

গত ২৩ ফেব্রুয়ারি মুফতি হান্নানের পক্ষে ১০০ পৃষ্ঠার একটি রিভিউ আবেদন করা হয়। সে দিন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সুপ্রিমকোর্ট হান্নানের রিভিউ আবেদন খারিজ করে দিলে জেল কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে।

Click here to read the English version of this news