শিক্ষক হত্যা: জিতু ৫ দিনের রিমান্ডে

By স্টার অনলাইন রিপোর্ট
30 June 2022, 13:17 PM
UPDATED 30 June 2022, 19:26 PM

সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় ‍গ্রেপ্তার আশরাফুল ইসলাম ওরফে জিতুর (১৯) ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব হাসান এ আদেশ দেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক এমদাদ হোসেন ১০ দিনের রিমান্ড চেয়ে বিকেলে জিতুকে আদালতে হাজির করেন।

তিনি আরও জানান, জিতুকে বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়া থানায় হস্তান্তর করে র‌্যাব। এরপর  তার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

এর আগে গতকাল বুধবার গাজীপুরের শ্রীপুরের নগরহাওলা এলাকা থেকে জিতুকে গ্রেপ্তার করে র‍্যাব।