চট্টগ্রাম কারাগারে হাজতির মৃত্যু

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
21 June 2022, 09:51 AM
UPDATED 21 June 2022, 15:53 PM

চট্টগ্রাম চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে।

মৃত মো. জামাল উদ্দিনের (৬৭) বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার খাগোরিয়ায়।

চট্টগ্রাম কারাগারের জেলার দেওয়ান মো. তরিকুল ইসলাম বলেন, 'চলতি বছরের ১১ ফেব্রুয়ারি ২টি মামলায় আদালতের পরোয়ানা মুলে তিনি জেলে আসেন। মঙ্গলবার ভোররাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।'

কারা কর্মকর্তা বলেন, 'তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

'মৃত্যুর সনদে ডাক্তাররা উল্লেখ করেছেন, তাকে মৃত অবস্থায় আনা হয়েছে এবং মৃত্যুর কারণ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি,' তিনি যোগ করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য সিএমএইচের মর্গে রাখা হয়েছে।