পূর্ব ইউক্রেনে রাশিয়ার রকেট হামলায় নিহত বেড়ে ৩৩

By স্টার অনলাইন ডেস্ক
12 July 2022, 04:39 AM

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের চাসিভ ইয়ার শহরের একটি ভবনে রাশিয়ার রকেট হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার রকেট হামলায় চাসিভ ইয়ার শহরের পাঁচতলা যে ভবনটি ধসে পড়েছে, সে ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে সর্বশেষ এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। হামলার এ ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জন নিহত হয়েছেন।

এখনো উদ্ধারকাজ চলছে বলেও জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া এর আগের ২৪ ঘণ্টায় ইউক্রেনে ৩৪টি রকেট হামলা চালিয়েছে।