রাশিয়ার বেলগোরোদ শহরে বিস্ফোরণে নিহত ৩
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত একটি ভবন। ছবি: বেলগোরোদের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভের টেলিগ্রাম থেকে নেওয়া
ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার বেলগোরোদ শহরে বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছেন।
আজ রোববার আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
তবে তাস জানায়, এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।
গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ জানান, বিস্ফোরণে ১১টি অ্যাপার্টমেন্ট ভবন এবং কমপক্ষে ৩৯টি ব্যক্তিগত আবাসিক ভবন আংশিক বিধ্বস্ত হয়েছে।
এ বিস্ফোরণের পর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় ইউক্রেন থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে 'বিশেষ সামরিক অভিযান' শুরু করে রাশিয়া। এরপর থেকে কমপক্ষে ১২ মিলিয়ন ইউক্রেনীয় তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়েছেন।