আবদুল মমিন চৌধুরী: কর্মমুখর জীবনের কাহিনি
বাংলাদেশের প্রাচীন ইতিহাসের একনিষ্ঠ গবেষক আবদুল মমিন চৌধুরী। তার লেখা ডায়নেস্টিক হিস্ট্রি অব বেঙ্গল (৭৫০-১২০০ খ্রিষ্টাব্দ) আজও প্রাচীন বাংলার ইতিহাসবিষয়ক গবেষণার জন্য পাথেয় হয়ে আছে।
আজ শুনুন এই জ্ঞানী মানুষের কর্মমুখর জীবনের নানা কাহিনি।