একটি ফোন কলে ভোটের ফল পাল্টে গেছে: সাক্কু

By স্টার অনলাইন রিপোর্ট
15 June 2022, 16:08 PM
UPDATED 16 June 2022, 16:20 PM

কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে পরাজিত স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেছেন, একটি ফোন কলে ভোটের ফল পাল্টে দেওয়া হয়েছে।

আজ বুধবার রাত পৌনে ১০টার দিকে নির্বাচনের ফল ঘোষণার পর তা প্রত্যাখান করে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

সাক্কু বলেন, 'নির্বাচনের ১০১ কেন্দ্রের ফলাফলের পর একটি ফোন আসে। তারা (নির্বাচন কমিশন) এরপর ফল ঘোষণা করতে ৪৫ মিনিট দেরি করে।'

'এ সময় আমি ৯৮০ ভোটে এগিয়ে ছিলাম। তারা ইঞ্জিনিয়ারিং করে নিয়ে নিয়েছে,' বলেন তিনি।

সাক্কু এসময় নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, 'আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলব। কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবো।'

নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে তিনি বলেন, 'কারচুপির মাধ্যমে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।'

এর কিছুক্ষন পর তিনি ফল ঘোষণা কেন্দ্র ত্যাগ করেন।

আজ বুধবার অনুষ্ঠিত সিটি নির্বাচনের বেসরকারি ফলাফলে ৫০ হাজার ৩১০ ভোট পেয়ে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত মেয়র নির্বাচিত হয়েছেন।

বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রাথী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।