দ. আফ্রিকায় বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার: স্বামী আটক

By ফারুক আস্তানা
30 August 2022, 12:14 PM
UPDATED 30 August 2022, 18:18 PM

দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের লাইডেনবার্গ শহরে নিজ বাসা থেকে প্রবাসী বাংলাদেশি শান্তা ইসলামের মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামী সুমন মিয়াকে আটক করেছে স্থানীয় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন শান্তার আত্মীয় দক্ষিণ আফ্রিকা প্রবাসী পলাশ সিকদার।

তিনি জানান, গতকাল সোমবার স্থানীয় সময় বিকেল ৫টায় লাইডেনবার্গ পুলিশ অভিযান চালিয়ে একটি জঙ্গল থেকে সুমনকে আটক করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় সুমনের কাছ থেকে শান্তার পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে। শান্তাকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করার প্রাথমিক আলামত পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে ।

দুয়েকদিনের মধ্যেই সুমনকে আদালতে নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

বাংলাদেশি কমিউনিটির সংগঠক ও প্রবাসী সাংবাদিকরা জানান, টাঙ্গাইলের মির্জাপুর থানার থলপাড়া গ্রামের বাসিন্দা শান্তা ইসলাম। স্বামী সুমন আহমেদ একই জেলার বাসাইল থানার কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা।

শান্তার প্রতিবেশী বাংলাদেশিরা সাংবাদিকদের জানান, স্বামীর নির্যাতনের কথা জানিয়ে প্রবাসী স্বজনদের কাছে চলে যাওয়ার কথা জানিয়েছিলেন শান্তা। তাকে নিতে গত রোববার স্থানীয় সময় সকালে এক আত্মীয় লাইডেনবার্গের বাসায় যান।

কলিংবেল বাজিয়ে সাড়া না পাওয়ায় তার সন্দেহে জাগে। তিনি থানায় জানালে পুলিশ এসে তালা ভেঙে ভেতরে ঢুকে মেঝেতে শান্তার মরদেহ তাকে দেখতে পায়।