বাংলাদেশের প্রতিবন্ধীদের শীতবস্ত্র দিলো অস্ট্রেলিয়ার বাসভূমি

By স্টার অনলাইন ডেস্ক
7 February 2023, 08:25 AM
UPDATED 7 February 2023, 14:33 PM

অস্ট্রেলিয়ায় যে কয়টি সংগঠন দেশজ সংস্কৃতি বিকাশে নিরলস কাজ করে যাচ্ছে, বাসভূমি তাদের অন্যতম।

বাসভূমি অস্ট্রেলিয়া-ভিত্তিক একটি মিডিয়া সংস্থা হলেও গত ১৮ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন সংকটে ও দুর্যোগে নানা কর্মসূচি পালন করে থাকে। এর মধ্যে অন্যতম হচ্ছে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের খাদ্যসহ প্রয়োজনীয় দ্রব্যাদি অনুদান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাহায্য করা, মেধাবি দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ইত্যাদি।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি সাতক্ষীরার প্রতাপ নগর ইউনিয়নের শতাধিক শীতার্ত প্রতিবন্ধীর মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতির সদস্যরা।