দেখে নিতে পারেন হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’

By স্টার অনলাইন রিপোর্ট
19 July 2017, 06:45 AM
UPDATED 19 July 2017, 12:47 PM

হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত “কৃষ্ণপক্ষ” সিনেমাটি যাঁরা পর্দায় কিংবা টেলিভিশনে দেখেননি তাঁরা আজ চ্যানেল আই-য়ে দেখে নিতে পারেন।

সিনেমাটি পুনঃপ্রচারিত হবে আজ (১৯ জুলাই) বিকেল ২:৪৫ মিনিটে।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন।

এতে অভিনয় করেছেন রিয়াজ, মাহিয়া মাহি, জয়ন্ত চট্টোপাধ্যায়, আজাদ আবুল কালাম, তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, ওয়াহিদা মল্লিক জলি, কায়েস চৌধুরী, ফারুক আহমেদ, রফিকউল্লাহ সেলিম, ঝুনা চৌধুরী, স্বাধীন খসরু, আরফান আহমেদ, মাসুদ আখন্দ, তারিক স্বপন, জয়ীতা মহলানবীশ, এহসানুর রহমান, আইনুন পুতুল, জুয়েল রানা, মোহাম্মদ ইব্রাহীম, পূজা চেরী, লাবণ্য, টুকটুকি, তামিম ইকবাল, আরিয়া, ডা. আজাদ, ডা. আলমগীর, ফেরদৌস আহমেদ প্রমুখ।