পাকিস্তানে নিষিদ্ধ হলো শাহরুখের ‘রইস’

By রয়টার্স, ইসলামাবাদ
8 February 2017, 05:24 AM
UPDATED 8 February 2017, 11:32 AM

ভারতীয় ব্লকবাস্টার ছবি ‘রইস’ প্রদর্শনে দেশের সব প্রেক্ষাগৃহকে নিষেধ করেছে পাকিস্তান। গত বছর কাশ্মির সীমান্ত নিয়ে এই দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পর শাহরুখ খান ও মাহিরা খান অভিনীত ছবিটি প্রদর্শনে নিষেধাজ্ঞা দেওয়া হলো।

পাকিস্তানের সেন্সরবোর্ডের চেয়ারম্যান মুবাশির হোসেন রয়টার্সকে বলেন, “অগ্রহণযোগ্য বিষয়বস্তু দেখানোয় ‘রইস’কে সেন্সর সার্টিফিকেট দেওয়া হয়নি।” তবে ‘অগ্রহণযোগ্য বিষয়বস্তু’ সম্পর্কে তিনি কোন বিস্তারিত ব্যাখ্যা দেননি। এর জন্য সংবাদপত্রের রিপোর্টের দিকে চোখ রাখতে বলেন তিনি।

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন এর খবরে বলা হয়েছে, “ইসলাম এবং একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীকে খাটো করে দেখানো হয়েছে এই ছবিতে। সেই সঙ্গে মুসলমানদের সন্ত্রাসী হিসেবে দেখানো হয়েছে এতে।”

বলিউডের হিন্দি ছবি পাকিস্তানে অত্যন্ত জনপ্রিয়। শাহরুখ খানের এই ছবিটির জন্যও পাকিস্তানের দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন।

প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে শত্রুতাপূর্ণ সম্পর্ক হলেও দুই দেশের জনগণের মধ্যে গভীর সাংস্কৃতিক সাদৃশ্য রয়েছে। গত বছর ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের একজন বিচ্ছিন্নতাবাদী তরুণ নেতা নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ও এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলন কঠোরভাবে দমনকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে সম্পর্কের অবনতি হয়।

এ নিয়ে উত্তেজনা চরমে উঠলে গত সেপ্টেম্বর থেকে প্রায় দুই মাসের বেশি পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র দেখানো বন্ধ থাকে। সে সময় দেওয়া নিষেধাজ্ঞায় এখনো ভারতীয় ক্যাবল টিভি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রয়েছে দেশটিতে।

Click here to read the English version of this news