এবার আজান টুইট করলেন সনু নিগম

By স্টার অনলাইন রিপোর্ট
24 April 2017, 05:35 AM
UPDATED 24 April 2017, 11:44 AM

আজান যেন ছাড়ছেই না সনু নিগমকে। এ নিয়ে এখনও চলছে তর্ক-বিতর্ক। কিন্তু কোনভাবেই নিজের অবস্থান থেকে সরতে রাজি নন সনু। থামাতেও রাজি নন এই বিতর্ক – এমনই মনে হয়েছে তাঁর গতকালের টুইট দেখে। সনু ফজরের আজান রেকর্ড করে তা শেয়ার করলেন তাঁর টুইটার অ্যাকাউন্টে।

আজান এবং ধর্ম নিয়ে কটূক্তি করে আলোচনার তুঙ্গে ছিলেন এই প্লেব্যাক শিল্পী। এমনকি, কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে তাঁর বাড়িতে বসানো হয়েছিল পুলিশ পাহারাও।

সময়ের সাথে সাথে বিষয়টি নিয়ে আলোচনা কিছুটা কমতে থাকলেও পুনরায় তা আলোচনায় আনার জন্যই এবার টুইটারে ফজরের আজান চলাকালীন তৈরি করা একটি ভিডিও দিয়ে সনু নিগম টুইট করেছেন, “শুভ সকাল ভারত”।

[twitter]

[/twitter]